চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২

ছবি: সাম্প্রতিক দেশকাল
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রাপ্তি বিষয়ে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর চাঁপানবাবগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, বিআরডিবি চাঁপানবাবগঞ্জের উপপরিচালক আমাতুল হাকিম, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান মোহম্মদ, কারিগরি খাদ্য পরিদর্শক রাসেল আলম, উপ খাদ্য পরিদর্শক লুইস মুর্মু ও মামদুদুর রহমান, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লা বাবু, ট্রেড পরিদর্শক, মহিলা বিষয়ক অধিদফতরের অহিদা শবনম, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।