Logo
×

Follow Us

বাংলাদেশ

গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ ১০ জন রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১৮:৩০

গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ ১০ জন রিমান্ডে

গার্ডার দুর্ঘটনায় গ্রেপ্তার আসামিরা। ছবি: ফাইল।

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় গ্রেপ্তার ক্রেনচালকসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার (১৯ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলো- ক্রেনচালক আল-আমিন, রাকিব, জুলফিকার, রুবেল, মো. আফরোজ মিয়া, মো. ইফতেখার হোসেন, আজহারুল ইসলাম মিঠু, তোফাজ্জল হোসেন ওরফে তুষার, রুহুল আমিন মৃধা ও মো. মঞ্জুরুল ইসলাম। 

শুনানি শেষে প্রথম তিন আসামির চারদিন করে এবং পরের সাত আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন গাজী ১০ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন।  

গত ১৫ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরায় আড়ং শো-রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাড়ির মালিক রুবেল (৫০), ফাহিমা (৪২), ঝর্না (২৮), দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

এসময় ভাগ্যক্রম বেঁচে যাওয়া নবদম্পতি হৃদয় (২৬) ও রিয়া মনিকে (২১) আহত অবস্থায় উদ্ধার করা হয়।  

দুর্ঘটনার পরপরই রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু  বাদি হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫