
রিকশাওয়ালা আমিনুল ইসলামের হাতে ৫০ হাজার টাকা উপহার হিসেবে তুলে দিচ্ছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত।
বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের হারিয়ে যাওয়া আইফোন ফিরিয়ে দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাওয়ালা আমিনুল ইসলাম। আজ রবিবার (২১ আগস্ট) রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার হাতে ৫০ হাজার টাকা উপহার হিসেবে তুলে দেন।
জানা যায়, রাজধানীর গুলশান-২ এলাকায় রিকশা চালান আমিনুল ইসলাম। গত ৪ আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক আইফোন তার রিকশায় একটি আইফোন ফেলে যান। পরে গত ৬ আগস্ট ফোনের মালিকের সাথে যোগাযোগ করে গুলশান থানার মাধ্যমে তা ফেরত দেন।বিষয়টি জানতে পেরে সততার পুরস্কার হিসেবে সেই রিকশাওয়ালাকে পুরস্কৃত করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এ প্রসঙ্গে মেয়র আতিকুল ইসলাম বলেন, এ ধরনের সততা সচরাচর দেখা যায় না। এ ঘটনাটি সত্যিই বিরল।
এদিকে পুরস্কার প্রাপ্তির বিষয়ে রিকশাওয়ালা আমিনুল বলেন, আমি যখন মোবাইল ফোনটি পাই তখন তাতে চার্জ ছিল না। তাই সেটি বাসায় নিয়ে যাই। চার্জার কিনে চার্জ দিয়ে ফোন খুলতে চেয়েছিলাম। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারিনি। পরে ওই ফোনের সিম আমার মোবাইল ফোনে ভরে ফোনের মালিককে কল দেই।
গুলশান থানা পুলিশ জানায়, মোবাইল ফোনটি স্যামি আহম্মেদ নামে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের। তিনি গুলশানে তার মা সীমা আহম্মেদের বাসায় বেড়াতে এসেছেন।
রিকশাওয়ালা আমিনুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহে। পরিবার সেখানে থাকলেও তিনি রাজধানীর উত্তর বাড্ডায় থাকেন।