নার্সিং পরীক্ষার প্রশ্ন ফাঁস: সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০১:৪০

ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজগুলোর বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ ঘটনায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল রবিবার (২১ আগস্ট) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজগুলোর বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। এ ঘটনায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এ চক্রের আরো ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানায়নি র্যাব। এ বিষয়ে আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।