যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে নৌকা ও শেইভ মেশিন ধ্বংস

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার
যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ৮ লক্ষাধিক টাকার নৌকা ও শেইভ মেশিন আগুনে পুড়িয়ে
ধ্বংস করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।
জানা যায়,উপজেলার যাদুকাটা নদীতে সোমবার বিকালে গোপন সংবাদের বিত্তিতে বাদাঘাট
পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধভাবে নদীর পাড় কাটার
অপরাধে ৮টি নৌকা ও শেইভ মেশিন ধ্বংস করা হয় করে জনসম্মুখে আগুলে পোড়ানো হয়।
যার আনুমানিক মূল্য আট লাখ
টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
বিজেন ব্যানার্জি জানান, নিয়ম বর্হিভুতভাবে পরিবেশ ধংশ করে ও
নদীর পাড় কেটে কাউকে কোন কাজ করতে দেয়া হবে না। যারা অনিয়ম করবে তাদের আইনের আওতায়
আনা হবে।