Logo
×

Follow Us

বাংলাদেশ

সীমান্তে মর্টার শেল : মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১৬:৪৬

সীমান্তে মর্টার শেল : মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে বাংলাদেশের ভেতরে মিয়ানমারের অবিস্ফোরিত মর্টার শেল পাওয়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। এই ঘটনায় গতকালই সতর্ক করার কথা বলা হয়েছিলো।

উল্লেখ্য, রবিবার দুপুর আড়াইটার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু তুমব্রু সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলার এলাকায় মর্টার শেল দুটি পাওয়া যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।

বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, মনে হচ্ছে, মর্টার শেলগুলো আমাদের দিকে টার্গেট করে ছোড়া হয়নি। এটি খুব সম্ভব মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) সঙ্গে কোনো বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলির কারণে আমাদের সীমান্তে এসে পড়েছে।

এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বলেছেন, এটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫