
অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন
পুলিশের অতিরিক্ত আইজিপি এস
এম রুহুল আমিনকে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমান দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন
থেকে এ তথ্য জানা গেছে।
আদেশে এন্টি টেররিজম ইউনিটের
অতিরিক্ত আইজপি কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজপি (প্রশাসন) হিসেবে
বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির ডিআইজি জামিল আহমদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ
অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।