Logo
×

Follow Us

বাংলাদেশ

তিমির পর এবার ভেসে এলো মৃত ডলফিন

Icon

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৭

তিমির পর এবার ভেসে এলো মৃত ডলফিন

ডলফিন। সংগৃহীত ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবার ভেসে এসেছে মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। 

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতের পূর্বপাশে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। তবে এটি অর্ধগলিত হওয়ায় কি প্রজাতির ডলফিন সেটা নিশ্চিত হওয়া যায়নি। 

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের চামড়া অনেকটা উঠে গেছে এবং মাংস অনেকটা ক্ষয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে গভীর সাগরে মৃত্যু হয়েছে ডলফিনটির। জোয়ারের পানিতে এটি তীরে ভেসে এসেছে।  বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেওয়া হবে।   

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি মাটিচাপা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে আজ (শনিবার) সকালে সৈকতের ঝাউবাগান পয়েন্টে ৩০ ফুট দৈর্ঘ্যের একটি অর্ধগলিত মৃত তিমি ভেসে আসে। আজকে সহ এবছর সৈকতে মোট ১৬টি মৃত ডলফিন ও তিমি ভেসে আসে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫