
সদ্য প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী
সদ্য প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত রবিবার (১১ সেপ্টেম্বর) সংসদ সদস্য মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ফরিদপুর-২ আসনটি উক্ত তারিখে (১১ সেপ্টেম্বর) শূন্য হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাজেদা চৌধুরী। সোমবার সকালে ফরিদপুরে নগরকান্দায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনগণ। পরে বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে সন্ধ্যা ৬টার পরে বনানী কবরস্থানে দাফন করা হয় সাজেদা চৌধুরীকে।