Logo
×

Follow Us

বাংলাদেশ

৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৪

৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ছবি: বিবিসি

বাংলাদেশকে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বলে জানিয়েছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর। বাজেট সহায়তায় সহজ শর্তে এডিবি এ ঋণ দেবে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

তিনি আরো জানান, এডিবির সাথে কো-ফাইনান্স হিসেবে অন্য প্রতিষ্ঠানের অর্থও আসবে।

এর আগে, আগামী ৩ বছরে বাংলাদেশকে ৯ দশমিক শূন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সরবরাহের কথা জানিয়েছে এডিবি।

২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে বাংলাদেশের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতেই ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটিতে এই অর্থ দেবে।

বাংলাদেশের জন্য এডিবির বরাদ্দ পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, ২০২৪ সালে ৩ দশমিক ২১ বিলিয়ন ডলার এবং ২০২৫ সালে ২ দশমিক ৫৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ।

এই অর্থের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ দেশের মাথাপিছু জিলিপির ক্রমবর্ধমান অনুপাতে বাজার-ভিত্তিক শর্তে দেওয়া হবে। এর আগের তিন বছরে এ ধরনের ঋণের পরিমাণ ছিল ৫৭ দশমিক ৫ শতাংশ।

এই শর্তে বাংলাদেশ যে পরিমাণ টাকা ঋণ পাবে, সেটি পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এর জন্য সুদের হার হবে লন্ডন ইন্টার-ব্যাংক অফার রেটের (এলআইওআর) সাথে অতিরিক্ত দশমিক ৭৫ শতাংশ।

এছাড়া, ঋণের বাকি অর্থ পরিশোধের সময়সীমা একই থাকলেও সুদের হার হবে ২ শতাংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫