১৯ বার পেছালো আনভীরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ

আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৭

সায়েম সোবহান আনভীর। ফাইল ছবি
রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আট জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৯ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আগামী ১৬ অক্টোবর।
১৬ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন ঢাকার এক আদালত।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. আলাউদ্দিন সময় চেয়ে আবেদন করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা নতুন তারিখ নির্ধারণ করেন।