Logo
×

Follow Us

বাংলাদেশ

‘হাফ ভাড়া’ দিতে গিয়ে সুপারভাইজারের হামলার শিকার ঢাবি শিক্ষার্থী

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ২৩:২৩

‘হাফ ভাড়া’ দিতে গিয়ে সুপারভাইজারের হামলার শিকার ঢাবি শিক্ষার্থী

ফাইল ছবি

‘হাফ ভাড়া’ দিতে চাওয়ায় যশোর জেলার চুড়ামনকাটিতে মেহেদী হাসান (১৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। মেহেদী যশোরের চৌগাছা উপজেলার মাড়য়া গ্রামের শাহ আলমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

শনিবার (১ অক্টোবর) সকালে জেলার চুড়ামনকাটিতে এ ঘটনা ঘটে। পরের দিন রোববার রাতে কোতোয়ালি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ঢাবি শিক্ষার্থী মেহেদী হাসান জানান, গত শনিবার (১ অক্টোবর) সকালে চৌগাছা যাওয়ার জন্য চাঁচড়া থেকে বাসে ওঠেন। আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে চাওয়ায় তাকে চুড়ামনকাটিতে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর চৌগাছা বাস কাউন্টারের সুপারভাইজার ইসরাইল (৪০) তাকে বেদম মারপিট করে। ওই শিক্ষার্থী আরও বলেন, আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। ইসরাইল বাগডাঙ্গা এলাকার ইব্রাহিম সরদারের ছেলে।

 পরে ঘটনার পরের দিন রবিবার রাতে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, ঘটনা তদন্তে সাজিয়ালি ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫