অতিরিক্ত ডিআইজি ও এআইজি পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ২২:৩৬

বাংলাদেশ পুলিশ। ছবি: সংগৃহীত
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদায় পদায়ন করা হয়েছে।
এছাড়া পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ি মহালছড়ি ৬ এপিবিএনে বদলি করা হয়েছে।