Logo
×

Follow Us

বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি ও এআইজি পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ২২:৩৬

অতিরিক্ত ডিআইজি ও এআইজি পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশ। ছবি: সংগৃহীত

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদায় পদায়ন করা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ি মহালছড়ি ৬ এপিবিএনে বদলি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫