Logo
×

Follow Us

বাংলাদেশ

‘বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ১৫:১৩

‘বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদর দপ্তর। ছবি: এপি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রিজিওনাল ইকোনোমিক আউটলুক ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার পর পরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশসহ এশিয়ার সব দেশই বৈদেশিক লেনদেনের ঝুঁকিতে পড়েছে। কারণ, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি কমে গেছে। এতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ পড়েছে। যে কারণে সামাজিক অস্থিরতার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার লেনদেনের ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণের আবেদন করা হয়েছে। এই ঋণের অঙ্ক কত, তা জানাননি তিনি।

এদিন, আইএমএফের পাশাপাশি দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছে ঋণ চাওয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা শুধু আইএমএফ নয়; বিশ্বব্যাংক, জাইকা, এডিবিসহ সব দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছে ঋণ সহায়তা চাইব। আমাদের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস আছে। ঋণ দেয়ার জন্য তারা আমাদের পিছে পিছে আছে। কারণ বাংলাদেশ একটি ভালো দেশ, ঋণ পরিশোধের সক্ষমতা আছে। উন্নয়ন সহযোগীদের বাংলাদেশের ওপর পূর্ণ আস্থা আছে। তারা জানে, বাংলাদেশ সময়মতো ঋণ পরিশোধ করতে পারবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫