চিকিৎসার জন্য বার্লিন থেকে লন্ডনে রাষ্ট্রপতি

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১৩:০২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট গতকাল শনিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় রাষ্ট্রপতিকে নিয়ে যুক্তরাজ্যের রাজধানীতে অবতরণ করে।
তথ্যটি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপ্রধান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফরে ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন। রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার স্ত্রী রাশিদা খানম।
৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।
আগামী ১৩ নভেম্বর মো. আবদুল হামিদের লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।
সূত্র: বাসস