Logo
×

Follow Us

বাংলাদেশ

নীলক্ষেত তুলা মার্কেটের ১৮৮ অবৈধ দোকান উচ্ছেদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ২০:৫১

নীলক্ষেত তুলা মার্কেটের ১৮৮ অবৈধ দোকান উচ্ছেদ

ডিএসসিসির উচ্ছেদ অভিযান। ছবি- সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন তিন তলা বিশিষ্ট নীলক্ষেত রোড সাইড মার্কেট (তুলা মার্কেট) অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে সংস্থাটি।

অভিযানের প্রথম দিন রবিবার (৬ নভেম্বর) মার্কেটের ১৮৮ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আজও এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে আগে থেকেই সব দোকানপাট বন্ধ রাখেন দোকানিরা।

ডিএসসিসি জানিয়েছে নীলক্ষেত তুলা মার্কেটের ১ম তলায় শুধু ৩৫ টি বৈধ দোকান রয়েছে। তিন তলা মার্কেটের ২য় ও ৩য় তলা ৭৫টি করে মোট ১৫০টি এবং ১ম তলায় অবৈধভাবে ৩৮টি দোকান সম্প্রসারণ ও নির্মাণ করা হয়। সবমিলিয়ে তুলা মার্কেটে মোট ১৮৮টি অবৈধ দোকান ছিলো।

অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, নীলক্ষেত তুলা মার্কেটের বৈধ ৩৫টি দোকানের উপর ভিত্তি করে একটি অসাধু চক্র নিয়ম বহির্ভূতভাবে ১৮৮টি অবৈধ দোকান নির্মাণ ও সম্প্রসারণ করেছে। অভিযানে ১ম তলার বৈধ ৩৫টি দোকান বাদে বাকী সকল অবৈধ দোকান ভেঙে ফেলা হবে। সকল অবৈধ দোকান না ভাঙা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন পুরো উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন। আজও এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫