
গুলশান-২ এ বৈদ্যুতিক তারে আগুন। ছবি: সংগৃহীত
গুলশান-২ এর ৩৪ নম্বর রোডে বৈদ্যুতিক তারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার (৭ নবেম্বর) সকাল ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, তার থেকে দুই পাশের বাড়িতে আগুন লাগার শঙ্কা তৈরি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গুলশান থানার এসআই মোশাররফ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।