Logo
×

Follow Us

বাংলাদেশ

জামায়াত আমিরের ছেলে ৩ দিনের রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১৯:৫৬

জামায়াত আমিরের ছেলে ৩ দিনের রিমান্ডে

জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহ। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুইজনকে তিন দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ঢাকার মহানগর হাকিম  মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড প্রাপ্ত অপর আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী।

এর আগে, দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক মো. আবুল বাসার। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।

জানা যায়, গত বুধবার (৯ নভেম্বর) নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাথে জড়িত থাকার অভিযোগে ডা. রাফাত সাদিককে সিলেট থেকে গ্রেপ্তার করে সিটিটিসি।

মামলার নথিপত্রে বলা হয়েছে,  রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরে সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদকালে রাফাতের নাম বেরিয়ে আসে। এর পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারে হয়।

সিটিটিসি’র দাবি ডা. রাফাত সাদিকের সাথে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) যোগাযোগ রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫