ক্ষমা চেয়ে আবেদন করলে খালেদার প্যারোল বিবেচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২০

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, খালেদা জিয়া নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে প্যারোলে মুক্তির আবেদন করলে বিষয়টি বিবেচনা করে দেখবে সরকার।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিশ্চিত করছে সরকার। তার পরিবার কিংবা দলের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে কোনো আবেদন করা হয়নি। আবেদন পেলে সরকার সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
এর আগে স্থানীয় নুরুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসা ময়দানে বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদ আয়োজিত তিন দিনব্যাপী ইসলাহি ইজতেমার শেষ দিনের অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ওই সময় উপস্থিত ছিলেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ময়মনসিংহ-৯ আসনের এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইমাম কাসিম রশীদ আহম্মদ প্রমুখ।