Logo
×

Follow Us

বাংলাদেশ

সুবিধাবঞ্চিত শিশুদের সেবায় ডিআইএসএসের যাত্রা শুরু

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১৭:৩৯

সুবিধাবঞ্চিত শিশুদের সেবায় ডিআইএসএসের যাত্রা শুরু

ডিআইএসএসের উদ্বোধন অনুষ্ঠান

সমাজের নিরাশ্রয় হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের সেবায় ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সাইন্সের (ডিআইএসএস) যাত্রা শুরু হয়েছে।

ভারতীয় শিক্ষাবিদ, কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স (ডিআইএসএস) এবং কলিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির (কেআইআইটি) প্রতিষ্ঠাতা প্রফেসর ড. অচ্যুৎ সামন্ত এর উদ্বোধন করেন।

আজ সোমবার (১৪ নভেম্বর) ড্যাফোডিল স্মার্ট সিটিতে ডিআইএসএসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খানের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডিআইএসএসের উদ্বোধন করেন অচ্যুৎ সামন্ত। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, ট্রেজারার মমিনুল হক মজুমদার, রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

চরম ঝুঁকিতে থাকা সমাজের নিরাশ্রয় হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সেবা প্রদানকারী সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে ‘ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোস্যাল সাইন্সেস (ডিআইএসএস)। সুবিধা বঞ্চিত, নিরাশ্রয় এবং অভিভাবকহীন ৫-১০ বছর বয়সী শিশুদের (ছেলে ও মেয়ে) দীর্ঘ মেয়াদী পূনর্বাসনের জন্য ‘মূল্যবোধ ও সম্মানের সাথে বেড়ে উঠো’- এ প্রতিপাদ্য বিষয়কে মাথায় রেখে শিশুদের দক্ষ জনশক্তি ও নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফাউন্ডেশন।

ড্যাফোডিল ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স (ডিআইএসএস) হল বাংলাদেশের সুবিধাবঞ্চিত, পথশিশু ও এতিম শিশুদের জন্য একটি আবাসিক প্রতিষ্ঠান, যেখানে বাসস্থান, খাদ্য, স্বাস্থ্যসেবা, কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং জীবনের অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া, পড়ালেখা শেষ করে চাকরি পর্যন্ত সমস্ত দায়িত্ব নির্ভরতার সাথে পালন করা হয়।

ডিআইএসএস এসব শিশুদেরকে সরকারের জাতীয় শিক্ষা পাঠ্যক্রম অনুযায়ী উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষাদানের পাশাপাশি স্বাস্থ্য, স্যানিটারী, নিয়মানুবর্তিতা, মানবাধিকার ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কেও বিশেষায়িত শিক্ষা নিশ্চিত করে থাকে। শিশুদের জন্য সেবা প্রদানকারী সম্পূর্ণ অলাভজনক একটি প্রতিষ্ঠান -ডিআইএসএস।

২০১৮ সালের ১১ জানুয়ারি সুবিধাবঞ্চিত শিশুদের পুনর্বাসনের জন্য ড্যাফোডিল ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের (ডিআইআইএসএস) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. অচ্যুৎ সামন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. অচ্যুৎ সামন্ত বলেন, আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আমি চাই ড্যাফোডিলের পাশে থাকতে।আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা করবো। ড. মো. সবুর খান অনেক ভালো একজন মানুষ। তিনি তার কঠোর পরিশ্রম ও চেষ্টার ফলে আজ এতদূর আসতে পেরেছে। তার মতন একজন সৎ মানুষের সাথে চলতে পেরে নিজের কাছে ভালো লাগছে।

ড. মো. সবুর খান বলেন, সুশিক্ষা প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, শিশু অধিকার নিশ্চিত করা, প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ করা, উদ্যোক্তাসুলভ মানসিকতা তৈরি করা, শিশুশ্রম হ্রাস করা, ছিন্নমূল শিশুর ভবিষ্যৎ সুগম করা ডিআইএসএসের উদ্দেশ্য। এ জন্য ডিআইএসএস যে সকল সুযোগ সুবিধা সমূহ চিন্তা করে কার্যক্রম পালন করছে, তার মধ্যে- বিনা বেতনে অধ্যয়নের সুযোগ, আধুনিক প্রযুক্তিসম্পন্ন কম্পিউটারল্যাব, সম্পূর্ণ নিরাপদ আবাসিক ও সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা, মানসম্মত সুষম খাদ্য পরিবেশন, পৃথক আবাসন ব্যবস্থা, দক্ষ হোস্টেল সুপার দ্বারা হোস্টেল পরিচালনা, দক্ষতা বিবেচনাপূর্বক প্রশিক্ষণের সুব্যবস্থা, খেলার মাঠ এবং সুচিকিৎসার জন্য আধুনিক যন্ত্রসম্বলিত হাসপাতাল, পোশাক পরিচ্ছদ ও অন্যান্য আনুষঙ্গিক জিনিস প্রদানের নিশ্চয়তা ও আন্তপারিবারিক, সামাজিক ও মনো-দৈহিক সমস্যাভিত্তিক পরামর্শ প্রদান। সামান্য অনুপ্রেরণা এবং সহায়তার অভাবে সুবিধাবঞ্চিত শিশুরা একাডেমিক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই অনেক সমস্যার সম্মুখীন হয়।

দেশের বঞ্চিত এসব শিশুদের বিকাশের জন্য ডিআইএসএস মুখ্য ভূমিকা রাখতে চায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫