Logo
×

Follow Us

বাংলাদেশ

ভালো কাজের ১০টি শর্তে সাজা এড়ালো ২৬ শিশু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১৭:০২

ভালো কাজের ১০টি শর্তে সাজা এড়ালো ২৬ শিশু

রাজশাহীতে ২৬ শিশু আসামিকে বিভিন্ন অপরাধের ৩০টি মামলায় সাজা না দিয়ে ভালো কাজ করাসহ ১০টি শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন রাজশাহীর শিশু আদালত-২।

মঙ্গলবার দুপুরে রাজশাহী শিশু আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ জন ছেলে ও একজন ১জন মেয়ে শিশু রয়েছে।

রাজশাহীর শিশু আদালত-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবি নাসরিন আক্তার মিতা বলেন, মারামারিসহ ছোট ছোট অপরাধে এসব শিশুরা অভিযুক্ত। আর কোনো অপরাধে জড়াবে না এমন শপথ পাঠসহ, ভালো কাজ করার নির্দেশে দিয়েছেন আদলত। আগামী ৬ মাস তারা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনারি অফিসারের পর্যবেক্ষণে থাকবে। এ সময় তারা দুটি করে ভালো কাজ করবে। ভালো কাজ করে তারা নিজেদের সংশোধন করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫