Logo
×

Follow Us

বাংলাদেশ

জামায়াত ভিন্ন নামে নিবন্ধন চাইলে, খতিয়ে দেখে ব্যবস্থা: ইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ২৩:২৪

জামায়াত ভিন্ন নামে নিবন্ধন চাইলে, খতিয়ে দেখে ব্যবস্থা: ইসি

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। ছবি: ফাইল

জামায়াতে ইসলামী যদি ভিন্ন নামে নিবন্ধন চায় তাহলে তা খতিয়ে দেখে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে শহীদ সন্তানদের সংগঠন ‘প্রজন্ম ৭১’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কাছে একটি স্মারকলিপি জমা দেয়। সেখানে জামায়াত সংশ্লিষ্ট কোনো দলকে নিবন্ধন না দেয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপির পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতের ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টরা নতুন নামে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন চাইলে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচ কমিশনার বসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, প্রজন্ম একাত্তর স্মারকলিপি দিয়ে গেছে। বিষয়টা পরিষ্কারভাবে জানা নেই। আগে দেখব, জানব তারপর বলতে পারব। আমরা এটুকু জানি, আইনে নির্দিষ্ট শর্ত আছে। এ শর্তগুলো পূরণ করলেই শুধু কোনো দল নিবন্ধন পায়। জামায়াত অন্য আদলে আসছে কিনা, তা অগ্রিম বলা ঠিক হবে না। জামায়াতই আসছে এ তথ্য প্রমাণ হলে আমরা পাঁচ কমিশনার বসে সিদ্ধান্ত নেব।

নিবন্ধনে শর্ত পূরণ করলে জামায়াত সংশ্লিষ্টদের নিবন্ধন পেতে বাধা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, জামায়াতে ইসলামী নিষিদ্ধ দল আদালতের আদেশ অনুযায়ী। নিষিদ্ধ মানে নিবন্ধনটা বাতিল করা হয়েছে। যেহেতু নিবন্ধন নেই, নির্বাচনে তারা আসতে পারবে না। এখন নতুন করে তারা কীভাবে আসছে না আসছে এগুলো খতিয়ে না দেখে বলা যাবে না। আইনের মধ্যে যদি থাকে, আর যদি না থাকে তখন কমিশন বসে সিদ্ধান্ত নেবো।

তিনি আরো বলেন, বাংলাদেশে ডেভেলপমেন্ট পার্টি দরখাস্ত দাখিল করেছে। তারা যে জামায়াত, অন্য নামে আসছে এটি তো প্রমাণের বিষয়। আগে যাচাই বাছাই হোক, তখন বলা যাবে। আমরা শুধু এ দল নয়, ৯৩টি দলের ব্যাপারেই যাচাই বাছাই করে দেখবো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫