Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকার ফুটপাত লিজ-বিক্রি করছেন কারা জানতে চান হাইকোর্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১৬:১১

 ঢাকার ফুটপাত লিজ-বিক্রি করছেন কারা জানতে চান হাইকোর্ট

হাইকোর্ট। ফাইল ছবি

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় যারা লিজ দিচ্ছেন বা বিক্রি করছেন তাদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও রাজউককে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একই সাথে ফুটপাত যারা লিজ দিচ্ছেন বা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ সোমবার (২১ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫