Logo
×

Follow Us

বাংলাদেশ

কৃষি মার্কেটের বন্ধ গুদামে মিললো ৫৩০ বস্তা চিনি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১৭:৫৪

কৃষি মার্কেটের বন্ধ গুদামে মিললো ৫৩০ বস্তা চিনি

মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান। ছবি: সংগৃহীত

বাজারে সংকট থাকলেও, গুদামে মিলেছে ৫৩০ বস্তা চিনি। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজদু করা এসব চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, অভিযানে সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানের বন্ধ গুদামে এসব চিনির বস্তা পাওয়া যায়। 

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, এসব বস্তার প্রতিটিতে ৫০ কেজি করে চিনি ছিল। অর্থাৎ মোট জব্দকৃত চিনির পরিমাণ ২৬ হাজার ৫০০ কেজি।  

তিনি বলেন, কৃষি মার্কেটের বিসমিল্লাহ ট্রেডার্স ও সততা ট্রেডার্সের মালিকরা অবৈধ উদ্দেশ্যে এসব চিনি মজুত করে রেখেছিল।

শরীফুল ইসলাম বলেন, বাজারে সর্বোচ্চ ১০২ টাকা কেজি দরে চিনি বিক্রির সরকারি নির্দেশ থাকলেও, তারা বাজারে চিনির স্বল্পতার সুযোগ নিয়ে বেশি দামে এসব চিনি বিক্রির উদ্দেশে মজুত করে রেখেছিল। 

বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার ও সততা ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

খুচরা বিক্রেতারা জানান, তারা প্রতি কেজি চিনি ১১৫-১২০ টাকায় বিক্রি করেন। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে তারা এসব চিনি সর্বনিম্ন ১০৭ টাকা কেজি দরে কেনেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫