-6383459d66959.jpg)
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: ফাইল
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মারা গেলেন ২৪৭ জন। যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
একই সময়ে আরো ৫২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৩০ জনে।
আজ রবিবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন।
এতে বলা হয়েছে, বর্তমানে ১ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৮০০ জন।
এছাড়া, ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৩ হাজার ৯৫৪ জন রোগী।