Logo
×

Follow Us

বাংলাদেশ

'খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে ব্যবস্থা নেবেন আদালত'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১৪:২৬

'খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে ব্যবস্থা নেবেন আদালত'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংগৃহীত ছবি

“বিএনপি সমাবেশের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে। ১০ ডিসেম্বর যদি খালেদা জিয়া সমাবেশ যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন।” বুধবার (৩০ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “১০ ডিসেম্বর সমাবেশ উপলক্ষে বিএনপি দুটি জায়গা চেয়েছিল। আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছি। তারপরও যদি সমাবেশকে ঘিরে অরাজকতা করার চেষ্টা করে তাহলে বিএনপি ভুল করবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সুন্দর পরিবেশের জন্যই বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দুটি জায়গার কথা বলেছে- সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এভিনিউয়ের। তাদের দাবির বিষয়টি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫