Logo
×

Follow Us

বাংলাদেশ

সিঙ্গাপুরে ১৩’শ কোটি টাকায় হোটেল কিনল এস আলম গ্রুপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ০০:২৪

সিঙ্গাপুরে ১৩’শ কোটি টাকায় হোটেল কিনল এস আলম গ্রুপ

আইবিস নোভেনা হোটেল। ছবি- সংগৃহীত

সিঙ্গাপুরের নোভেনা এলাকায় ১৩’শ কোটি টাকায় একটি হোটেল কিনে নিয়েছে বাংলাদেশে ঋণ জালিয়াতিতে অভিযুক্ত আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।

বুধবার (৩০ নভেম্বর) ভবনের ২৪১টি কক্ষ ১২৫ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রির চুক্তি সম্পন্ন হয়।

এশিয়ার রিয়েল স্টেট ভিত্তিক সংবাদমাধ্যম মিংতিয়ান্দির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলফা ইনভেস্টমেন্ট পার্টনার্স নামে একটি প্রতিষ্ঠান সম্প্রতি সিঙ্গাপুরের নোভেনা এলাকায় ২৪১ কক্ষ বিশিষ্ট ওই হোটেলটি ১২৫.৬ বিলিয়ন ডলারে বিক্রি করে।

প্রতিবেদনে বলা হয়, এই হোটেলটির কক্ষগুলো কিনেছেন বাংলাদেশের এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম।

সিঙ্গাপুরের মতো ব্যয়বহুল দেশের প্রাণকেন্দ্রে প্রতিটি কক্ষ মাত্র সাত লাখ ৫ হাজার মার্কিন ডলারে কিনেছেন তিনি।

কেপেল ক্যাপিটালের প্রাইভেট ইক্যুইটি বিভাগ ইতোমধ্যে আইবিস নোভেনা হোটেলের শেয়ার এস আলম গ্রুপের কাছে হস্তান্তর করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

আলফা আইবিস নোভেনা হোটেলের শেয়ার কেনার মাত্র পাঁচ বছর পর তা বিক্রি করছে। লেনদেন দ্রুত শেষ করতে স্বল্প মূল্যে হোটেলের শেয়ার বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে দেশটির ‘বিজনেস টাইমস’ নামের একটি পত্রিকা প্রথম প্রতিবেদন করে।

বাংলাদেশে একাধিক ব্যাংকের মালিক এস আলম গ্রুপ। ২০১৭ সালে ইসলামী বাংকের ১২ ভাগেরও বেশি শেয়ার বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিনে নেয় এস আলম গ্রুপ।

এছাড়াও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও কমার্স ব্যাংকের বড় অংশের শেয়ারও এস আলম পরিবারের হাতে রয়েছে।

রিয়েল স্টেট, ইস্পাত, সিমেন্ট, খাদ্যপণ্য, জ্বালানি, গার্মেন্টস এবং পরিবহন ব্যবসাসহ প্রায় সব খাতেই এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে।

এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এস আলম স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটে, এস আলম কোল্ড রোলড স্টিলস, এস আলম সিমেন্ট লিমিটেড, পোর্টম্যান সিমেন্টস লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, কর্ণফুলী প্রকৃতিক গ্যাস কোং লিমিটেড এবং এভারগ্রিন শিপিং লিমিটেড উল্লেখযোগ্য।

বুধবার (৩০ নভেম্বর) ‘এস আলম গ্রুপ একাই ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি ঋণ নিয়েছে’ এমন বিষয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ একটি রিট করার পরামর্শ দেন।

গত ২৯ নভেম্বর ইংরেজি দৈনিক ‘নিউ এইজ’ পত্রিকায় ‘এস আলম গ্রুপ একাই ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি ঋণ নিয়েছে’ বলে খবর প্রকাশ করা হয়। বিষয়টি নানাভাবে আলোচিত হয়।

বুধবার (৩০ নভেম্বর) জালিয়াতির বিষয়টি আদালতে বিষয়টি নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি এ সময় আদালতের কাছে আদেশ প্রার্থনা করেন। এর জেরে হাইকোর্ট এ আদেশ দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫