
রাজধানীর বিভিন্ন স্থানে ব্লক রেইড শুরু করেছে পুলিশ। ছবি- সংগৃহীত
রাজধানীর বিভিন্ন স্থানে ব্লক রেইড শুরু করেছে পুলিশ। গুলশান, তেজগাঁও ও মতিঝিল বিভাগের একাধিক এলাকায় চলছে অভিযান। যদিও এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘পুলিশ সদরদফতরের নির্দেশে শনিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘রাত ৮টার পর গুলশানে অভিযান শুরু হয়েছে। একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিলে বিভাগের পুলিশ কাজ করছে। বিভিন্ন স্থানে ব্লক রেইড চালানো হচ্ছে। এছাড়া তেজগাঁও এলাকাতেও ব্লক রেইড চলছে।’
২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
এদিকে রাত ১০টার পর মতিঝিল দৈনিক বাংলা মোড়ে হোটেল রহমানীয়াতেও বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
রাজধানীর বনানীর কাকলি এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালাচ্ছে পুলিশ। হোটেলগুলোতে জঙ্গিরা অবস্থান করছে-এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। হোটেল ইনসাফ ও পূরবীসহ আরও কয়েকটি হোটেলে অভিযান চলছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ বলেন, রাত সাড়ে ৮টার পর বনানী এলাকায় ব্লক রেইড শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী ব্লক রেইড চলাকালে কোনো জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়নি।