Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ১১:১৭

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল

সকালে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পৌঁছান।

জানা যায়, ৮৩তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনের জন্য মিলিটারি একাডেমিতে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে আরো উপস্থিত আছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এরপর দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিকে সকাল ৮টা থেকে জনসভাস্থলে জড়ো হচ্ছেন দলীয় ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে তারা পলোগ্রাউন্ড মাঠে আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জনসভা থেকে চট্টগ্রামের ৩০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তার পৌঁছানোর কথা রয়েছে। ৩টায় প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫