Logo
×

Follow Us

বাংলাদেশ

‘জঙ্গি পালানোর দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ১৪:৪৯

‘জঙ্গি পালানোর দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী’

র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না বলে মন্তব্য করছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাবের কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাব জঙ্গিদের ক্ষেত্রে প্রথমে যেটা করে থাকে, সেটা হচ্ছে- তাদের পূর্বের অপারাধ কার্যক্রম পর্যালোচনা করে। এদের বিষয়ে আমাদের কাছে পূর্বের তথ্য থাকলে পদক্ষেপ নেওয়া অনেকটাই সহজ হতো। এছাড়া তাদের পালিয়ে যাওয়াটা রোধ করতে পারতাম। 

তিনি বলেন, আমরা মনে করি, এসব ক্ষেত্রে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী না। এখানে কারা কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থা আছে, সবাই মিলে যদি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়; তাহলে এধরনের ঘটনা রোধ করা যাবে।

২০১৪ সালে জঙ্গি ছিনতায়ের ঘটনা প্রসঙ্গে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সেই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন। তার অনেকদিন পরে এই ঘটনা ঘটলো। র‌্যাব সব সময় নজরদারির মধ্যে রেখেছে, সব সময় ওটা নিয়ে কাজ করছে।

ছিনতাই করা জঙ্গিরা দেশে আছে নাকি দেশ ছেড়ে গেছে জানতে চাইলে তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি মাধ্যমে পর্যালোচনা করে, তাদের অবস্থান শনাক্তে কাজ করছি।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়া হয়। পুলিশের চোখে স্প্রে দিয়ে কিল-ঘুষি মেরে ছিনিয়ে নেয়া হয় তাদের। তারা হলেন- আনসার আল ইসলামের দুই সদস্য মইনুল হাসান শামীম ও মো. আবু ছিদ্দিক সোহেল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫