বিএনপির কার্যালয়ে অভিযানে শেষে ডিবি যা জানাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ২২:১৮

ডিবি প্রধান হারুন অর রশিদ ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে উদ্ধারকৃত রান্না করা খিচুড়ি। ছবি: সংগৃহীত
ডিবি প্রধান হারুন অর রশিদ জানিয়েছেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে খিচুড়ি, চাল ও ডেকচিসহ অবিস্ফোরিত ১৫টি ককটেল এবং প্রায় ৩০০ নেতাকর্মী আটক করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে পুলিশের এক বিশেষ অভিযান। অভিযান শেষে এসব কথা বলেন ডিবি প্রধান।
তিনি আরো বলেন, নয়াপল্টনে দীর্ঘমেয়াদি অবস্থানের পরিকল্পনা হিসেবে কার্যালয়ে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী মজুদ করা হয়েছিল। সেসব খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। একইসাথে রাত ৯টার দিকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উদ্ধারকৃত অবিস্ফোরিত ককটেল রাখে বোম ডিসপোজাল ইউনিট।
এ সময় আশেপাশে থাকা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গণমাধ্যমকর্মীদের ও সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়। পরে বালুর বস্তা দিয়ে ঘিরে একে একে অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করা হয়।
গোয়েন্দা পুলিশ জানান, বড় ধরনের নাশকতার উদ্দেশে ককটেল মজুদ করেছিল বিএনপি নেতাকর্মীরা। অনুমতি ছাড়া রাস্তা অবরোধ করে সমাবেশ করতে দেওয়া হবে না বলে আবারো হুশিয়ার করেন ডিবি প্রধান।