
কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছে বাদশা মিয়ার লোকেরা। ছবি- সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনার জেরে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছে বাদশা মিয়ার লোকেরা। এ সময় টহলরত র্যাবের একটি গাড়িও ভাঙচুর করে তারা।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রাখা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার সার্কেলের পরিদর্শক নুরুল আলম জানান, সন্ধ্যায় ইয়াবাসহ বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনার জেরে বাদশার লোকজন সড়ক অবরোধ করে রাখে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, সড়কে টায়ার-কাঠ জ্বালিয়ে অবরোধ করা হয়। অরবোধ তুলে নিলেও পরিস্থিতি এখনও থমথমে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
ওসি জানান, ইয়াবাসহ বাদশাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনার জের ধরে তার লোকজন সড়ক অবরোধ করে। এ সময় টহলরত র্যাবের একটি গাড়িও ভাঙচুর করে তারা।