
কমলাপুরে কয়েকটি মোটরসাইকেলে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর কমলাপুরে কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়ে দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে কমলাপুর ফুটওভার ব্রিজ সংলগ্ন মুগদা জেনারেল হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।
ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, কে বা কারা মোটরসাইকেলে আগুন দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।