কূটনীতিকদের নাক গলানো থেকে বিরত থাকার আহ্বান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ২০:০১
বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক। ছবি: গাজীপুর প্রতিনিধি
বিএনপি উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, তারা বিদেশী কূটনীতিকদের মদদে ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। এটা কখনো বাস্তবায়ন হবে না। তাই শিষ্টাচার বহির্ভূতভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের নাক গলানো থেকে বিরত থাকার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
আজ রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর বাজার বাসস্টেশনে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী, নাশকতামূলক কাজের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। সেই সুযোগে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য পরিকল্পনা করে ওই দিন বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি। বিএনপির এই বিক্ষোভ সমাবেশ শক্ত হাতে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে থাকবে।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবিরের সভাপতিত্বে শান্তির সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল প্রমুখ।
পরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে শান্তি মিছিল করা হয়। মিছিলটি কালিয়াকৈর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।