সাংবাদিককে হেনস্তা: পুলিশ কনস্টেবল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১৪:৩৬
-6396e813c5236.jpg)
লাইভ সম্প্রচারকালে সাংবাদিককে হেনস্তা করছেন একজন পুলিশ কনস্টেবল। ছবি: ফাইল
নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাঈদ আরমানকে হেনস্তাকারী পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংসদ ভবনের সামনে নাগরিক টিভির সাংবাদিক লাইভ সম্প্রচার করার সময় কনস্টেবল মো. শাহিনুর রহমান বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান।
বিষয়টি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবহিত করলে অপেশাদার আচরণের জন্য তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযুক্ত কনস্টেবল মো. শাহিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।