নিখোঁজ বিএনপি নেতার বাসায় মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১৬:২৩

নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায়মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি: সংগৃহীত
২০১৩ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এসময় তার সাথে ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা লিকা জনসন।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর শাহীনবাগে সুমনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত।
জানা যায়, নিখোঁজ সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রায় ২৫ মিনিট অবস্থান করেন। তবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে কোনো কথা বলেননি। এমন কি এ বিষয়ে সুমনের পরিবার থেকেও কিছু জানানো হয়নি।
এদিকে নিখোঁজ সুমনের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দেয় ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠন। তারা প্রায় ৪৫ বছর আগে সংগঠিত গুম ও সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পিটার ডি হাসের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রসঙ্গত, ১৯৭৭ সালের ২ অক্টোবর বিদ্রোহ দমনের নামে বিমান বাহিনীর সহস্রাধিক সদস্য গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের কান্না’। তারা জিয়াউর রহমানের সামরিক শাসনামলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।