Logo
×

Follow Us

বাংলাদেশ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১১:০৪

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা ৪৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ২৩৮।

এদিকে পাকিস্তানের লাহোর ও করাচি যথাক্রমে ২৬৪ ও ২১৮ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।

জানা যায়, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোর ‘খারাপ’ হিসেবে ধরা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

আর ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। 

প্রসঙ্গত, ঢাকা শহর দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। ঢাকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫