
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত
চকবাজারের ইমামগঞ্জের হার্ডওয়্যার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা তৎপরতা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রবিবার (১৮ অক্টোবর) রাতে ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এরশাদ হোসেন জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা জানা যায়নি। কী কারণে আগুন লাগল এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এসব তথ্য জানা যাবে।
উল্লেখ্য, গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।