
দুদকের প্রধান কার্যালয়ে। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৯ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তারা উপসহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক হয়েছেন।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) তাদের পদোন্নতির বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি সই করেছেন দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ, মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. নারুল্লাহ হোসাইন, মো. কামিয়াব আফতাহি-উন-নবী, সোমা হোড়, জুয়েল মজুমদার, মাহমুদা আক্তার ও মো. আব্দুল মালেক।
এর আগে, চলতি বছরে গত ১৫ সেপ্টেম্বর আলাদা আদেশে দুদকের তিন পরিচালককে মহাপরিচালক, ছয় উপ-পরিচালককে পরিচালক ও আট সহকারী পরিচালককে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।
২০২১ সালে ৩৪ জন সহকারী কর্মকর্তা উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন।