Logo
×

Follow Us

বাংলাদেশ

‘বিএনপি নেতার ডাণ্ডাবেড়ি খুলে না দেওয়া অমানবিক’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ১৫:২৮

‘বিএনপি নেতার ডাণ্ডাবেড়ি খুলে না দেওয়া অমানবিক’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং মায়ের জানাজায় ডাণ্ডাবেড়িসহ বিএনপি নেতা। ছবি: সংগৃহীত

মায়ের জানাজায় অংশ নেওয়ার সময় বিএনপি নেতা মো. আলী আজমের হাতকড়া ও ডাণ্ডাবেড়ি খুলে দিলে ভালো হতো বলে অভিমত ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিষয়টিকে তিনি অমানবিক হিসেবেও আখ্যায়িত করেছেন। 

আজ বুধবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত দেন।

এর আগে, গতকাল মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নেন উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। এসময় তার হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরানো ছিল।

বিএনপির ২৭ দফা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বিএনপি গত ১৪ বছর যেভাবে জানমালের ক্ষয়ক্ষতি করেছে, সেটার জন্য এখন তাদের মেরামত করা দরকার। তাই তারা যে ২৭ দফা দিয়েছে, এটা তাদের মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, তাদের (বিএনপি) ২৭ দফার মধ্যে ১৩ দফাই বলেছে দুর্নীতি নিয়ে আপস না করা প্রসঙ্গে। তারা দুর্নীতি করে হাওয়া ভবন করেছিল, তাদের মুখে এখন দুর্নীতি নিয়ে কথা মানে সাংঘর্ষিক। তারা সংস্কারের কথা বলতে পারতো। রাষ্ট্র কোনও কারখানা নয় যে তা মেরামত করতে হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী  বলেন, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক, সেটা চায় সরকার। বিএনপিও নির্বাচনে আসুক, এটা আমরাও চাই। তবে আসবে কি আসবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।

প্রসঙ্গত, বিএনপি নেতা আলী আজমের মা সাহেরা বেগম বার্ধক্যজনিত কারণে গত রবিবার বিকেলে মারা যান। মৃত্যু সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি। পরে নিজ বাড়ি কালিয়াকৈরের পাবুরিয়াচালা এলাকায় গিয়ে মায়ের জানাজায় অংশ নেন আলী আজম।

স্বজনরা জানান, শেষবার মাকে দেখতে ও মায়ের জানাজা নিজে পড়াতে আইনজীবীর মাধ্যমে গত সোমবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন আলী আজম। কিন্তু ওইদিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় গতকাল মঙ্গলবার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি মেলে তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টায় নিজ বাড়ির পাশে মায়ের জানাজাস্থলে উপস্থিত হন আলী আজম। বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। পুরোটা সময় হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫