Logo
×

Follow Us

বাংলাদেশ

পুলিশের গুরুত্বপূর্ণ ৭ পদে রদবদল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ২০:৪৪

পুলিশের গুরুত্বপূর্ণ ৭ পদে রদবদল

বাংলাদেশ পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) মো. আবু কালাম সিদ্দিককে বদলি করা হয়েছে। তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক করা হয়েছে। নতুন আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির উপ-মহাপরিদর্শক মো. আনিসুর রহমান।

বদলিকৃত অন্য কর্মকর্তারা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-মহাপরিদর্শক (অপারেশন) কুসুম দেওয়ান সিআইডিতে, রাজশাহী সারদা পুলিশ একাডেমির উপ-মহাপরিদর্শক (ভাইস প্রিন্সিপ্যাল) মো. আজাদ মিয়া শিল্পাঞ্চল পুলিশে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমান সিআইডিতে।

পৃথক প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমকে ট্রাফিক ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫