Logo
×

Follow Us

বাংলাদেশ

ইনামুল হককে লাঞ্ছিতের ঘটনায় জাতীয় মুক্তি কাউন্সিলের নিন্দা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ২১:০৫

ইনামুল হককে লাঞ্ছিতের ঘটনায় জাতীয় মুক্তি কাউন্সিলের নিন্দা

প্রকৌশলী ম. ইনামুল হক। ছবি: সংগৃহীত

পানি বিশেষজ্ঞ প্রবীণ প্রকৌশলী ম. ইনামুল হককে লাঞ্ছিত করার ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। 

আজ সোমবার (২৬ ডিসেম্বর) জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

গত ২৪ ডিসেম্বর বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সুষ্ঠু ভোটের দাবিতে লিফলেট বিতরণকালে পানি বিশেষজ্ঞ ম. ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে ফয়জুল হাকিম বলেছেন, জনগণকে রাজনৈকিতভাবে মোকাবেলা করার ক্ষমতা আওয়ামী লীগের নেই। জনগণের বিশেষত, সরকারবিরোধী মত ও সংগঠনের কণ্ঠ রোধ করতে আওয়ামী হাসিনা সরকার সমগ্র সমাজে এক ফ্যাসিবাদী সংস্কৃতির বিস্তার ঘটিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ও ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের সংগ্রাম বেগবান করাই তাই আজকের রাজনৈতিক কর্তব্য।

বিবৃতিতে প্রকৌশলী ইনামুল হককে হেনস্তাকারী ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫