Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীর কুড়িল বিশ্বরোডে দুই বাসের সংঘর্ষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১৪:২৯

রাজধানীর কুড়িল বিশ্বরোডে দুই বাসের সংঘর্ষ

কুড়িল বিশ্বরোডে ভিক্টর পরিবহনের একটি বাস উল্টে গেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ডিএমপির খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বেলা সাড়ে ১২টার দিকে প্রগতি সরণি-কুড়িল ফ্লাইওভারের বনানীগামী অংশের ঢালে আলী নূর পরিবহনের একটি বাসের সাথে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভিক্টর পরিবহনের বাসটি ঘটনাস্থলে উল্টে যায়।

তিনি আরো জানান, ঘটনাস্থলে যাওয়ার পর শুধুমাত্র ভিক্টর পরিবহনের বাসটিকে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। কিন্তু ঘটনাস্থলে বাসের কোনো স্টাফকে পাওয়া যায়নি। বাসটির কোনো যাত্রীকেও ঘটনাস্থলে দেখা যায়নি। পরে ট্রাফিক পুলিশের সহায়তায় বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। 

এই এসআই জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই আলী নূর পরিবহনের বাসটি নিয়ে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫