Logo
×

Follow Us

বাংলাদেশ

নিকুঞ্জে কলেজ হোস্টেলের আগুন নিয়ন্ত্রণে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ২৩:২০

নিকুঞ্জে কলেজ হোস্টেলের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকার সিটি ডেন্টাল স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলের নবম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

এর আগে সন্ধ্যায় নিকুঞ্জে কলেজে এই আগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আরও দুইটি ইউনিট যুক্ত হয়। সবশেষ রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তদন্তের পর ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫