Logo
×

Follow Us

বাংলাদেশ

জামায়াতের ৩ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ২৩:২২

জামায়াতের ৩ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর থানার মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডভুক্তরা হলেন, শাহজাহানপুর থানার জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারি মোশারফ হোসেন চঞ্চল, সদস্য শেখ মহম্মদ মাসুদ ও মো. খালেদ হোসেন খান। 

জানা গেছে, আজ আদালতে হাজিরের পর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই তিন আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর বেলা ৩টার দিকে জামায়াতে ইসলাম বাংলাদেশ ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজধানীর মৌচাক এলাকায় হঠাৎ মিছিল বের করেন। এ সময় তারা সরকার পতনের স্লোগান দিতে থাকেন। মিছিলকারীরা সবাই সশস্ত্র অবস্থায় ছিলেন। শাহজাহানপুর এলাকায় মিছিল থেকে তারা গাড়ি ভাংচুর শুরু করে। এতে  বাধা দেয়া হলে তারা হত্যার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫