Logo
×

Follow Us

বাংলাদেশ

১১৫ কি.মি. বেগে পশ্চিমবঙ্গের উপকূলে বুলবুলের আঘাত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ২২:০৫

১১৫ কি.মি. বেগে পশ্চিমবঙ্গের উপকূলে বুলবুলের আঘাত

পশ্চিমবঙ্গের উপকূলে বুল্বুল'র আঘাত। ছবিঃ আনন্দবাজার

ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ঊপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল।

বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় ঝড়ের অগ্রবর্তী অংশ পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ঊপকূলে চলে এসেছে বলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে।

ঘূর্ণিঝড়টির ব্যাস ২০০ থেকে ২৫০ কিলোমিটার। ঝড়টি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উত্তরপূর্ব দিকে এগোচ্ছে।

মধ্যরাত নাগাদ ঝড়টি বাংলাদেশে ঢুকবে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন। 

এদিকে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় কলকাতায় বহু গাছ উপড়ে গেছে,  নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কলকাতা শহরের একটি নামকরা ক্লাবে একজনের মৃত্যুর খবর দিয়েছে পিটিআই।  

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারতের ওড়িষ্যায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার খবর দেওয়া হয়েছে। এতে একজনের মৃত্যুর খবরও দিয়েছে তারা।

ঝড়ের কারণে কলকাতা বিমাবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫