করোনাভাইরাস

একদিনে রেকর্ড ৩২৪ পুলিশ সদস্য আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বাংলাদেশ পুলিশের সব ইউনিট মিলে নতুন করে ৩২৪ জন সদস্যের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সদর দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ৩২৪ জন শনাক্তসহ বাহিনীটিতে মোট ৫ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৩ জুন) পর্যন্ত এ সংখ্যা ছিলো ৫ হাজার ৫০৭ জন। এর আগে গত ১৬ মে একদিনে পুলিশে সর্বোচ্চ ২৪১ জন আক্রান্ত হয়েছিলেন। চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত মোট ১৭ সদস্য মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের করোনা আক্রান্ত ২ হাজার ১২২ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে পুলিশের মোট এক হাজার ৬৪০ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন। আর আক্রান্তদের সংস্পর্শে এসেছেন সন্দেহে কোয়ারেন্টিনে রয়েছেন ৫ হাজার ৫৫৯ জন পুলিশ কর্মকর্তা।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //