Logo
×

Follow Us

বাংলাদেশ

চীন থেকে আনা হলো ৭ বিমান

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ২২:০৯

চীন থেকে আনা হলো ৭ বিমান

ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে চীন থেকে আনা হয়েছে সাতটি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের তৈরি অত্যাধুনিক ৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান চীন সরকারের সঙ্গে ক্রয় চুক্তির আওতায় সিএটিআইসির মাধ্যমে বিমান বাহিনীর জন্য কেনা হয়েছে। এই ৭টি বিমান চীনের দেহং মাংসি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিকরা সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে বৃহস্পতিবার চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অবতরণ করে।

ছবি: আইএসপিআর

মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরণের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি অনুযায়ী সেখানে অভ্যর্থনা জানানো হয়। 

এ সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান সদরের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারসহ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫