Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে ভর্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ২১:৫৮

ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে ভর্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে তিনি চিকিৎসাধীন। 

শুক্রবার হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খ্যাতিমান প্রবীণ এই আইনজীবীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। 

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সূত্রে জানায়, ‘বার্ধক্যজনিত, ইউরিন ইনফেকশন এবং রক্ত শূন্যতার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল। তাকে তরল খাবার দেয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫