Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশে করোনায় আরো ২৯ মৃত্যু, শনাক্ত ১৭৮৮

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ১৫:৫১

দেশে করোনায় আরো ২৯ মৃত্যু, শনাক্ত ১৭৮৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৬০৯ জনে।

একইসময়ে তিন হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭৮৮ জন। এর ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন।

বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ২৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন হয়েছে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে আজ রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৩ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৫৭ হাজার ৩২৯টি নমুনা।

গত একদিনে মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ছয়জন নারী। ২৯ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

 ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫